নোবিপ্রবিতে আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রকাশিত : জুন ২০, ২০২৩ , ৬:০০ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট ইন লাইফ সায়েন্সেস’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন ২০২৩) নোবিপ্রবির বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের আইকিউএসি সেমিনার রুমে এ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এ সিম্পোজিয়ামের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মোহাম্মদ আব্দুল বাকী প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন। নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন ও সিম্পোজিয়াম আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আতিকুর রহমান ভূঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ আহমেদ। দিনব্যাপী এ সিম্পোজিয়ামে বিভিন্ন বিষয়ের ওপর প্ল্যানারি, ওরাল ও পোস্টার সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে শিক্ষক ও গবেষকগণ তাদের গবেষণা কর্ম উপস্থাপন করেন। এতে প্ল্যানারি স্পিকার হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ তোফাজ্জল ইসলাম ও যুক্তরাষ্ট্রের মার্শাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. এআরএম রুহুল আমিন।

[wps_visitor_counter]