বিশ্বে বরিশাল বিশ্ববিদ্যালয়কে পরিচিত করে তুলুন

প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ১১:৪৫ অপরাহ্ণ

বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নিজেদের জ্ঞান, উদ্ভাবন ও কর্মদক্ষতা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের মানুষদের উদ্ভাবনী প্রতিভা বিশ্বে অতুলনীয়। এদেশের ৪৪ লাখ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে পারলে তাঁরা বাংলাদেশের হয়ে ইতিহাস সৃষ্টি করবেন এবং এদেশের মানুষের কৃতিত্বেই অনাগত ভবিষ্যতে বাংলাদেশ নতুন উচ্চতায় উঠবে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এসব কথা বলেন। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪। এসব আয়োজনের মধ্যে ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র‌্যালি, মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে জাতীয় সংগীত পরিবেশনার সাথে জাতীয় পতাকা এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণার পর ক্যাম্পাসের ছয় দফা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল সদস্য অধ্যাপক ড. গুলশান আরা লতিফ এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সঠিক পথে পরিচালিত হওয়া, মাদকাসক্তিসহ অন্যান্য অপরাধে সম্পৃক্ত না হওয়া, ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে দক্ষ হয়ে ওঠার জন্য জ্ঞানার্জনে মনোযোগী হওয়া এবং সর্বত্র নিজ বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সচেষ্ট হওয়ার মতো শিক্ষণীয় নানা বিষয়ের ওপর আলোকপাত করা হয়। পাশাপাশি অতিথিদের বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্যে থাকা শিক্ষাবিদ ও নীতিনির্ধারকদেরও অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া অদূর ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

[wps_visitor_counter]