মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মবশ্বির আহমদ

প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২২ , ৯:২০ অপরাহ্ণ

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আসন্ন ১৭ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ইং থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন সদর উপজেলার ৪নং ওয়ার্ডের “উট পাখি ” প্রতীক এর প্রার্থী মোহাম্মদ মবশ্বির আহমদ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এর মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের জানান, জেলা পরিষদ নির্বাচনে আখাইলকুড়া, একাটুনা, চাঁদনীঘাট, মনসুরনগর ও টেংরা ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত নির্বাচনের ৪নং ওয়ার্ডের “উট পাখি ” প্রতীক বরাদ্ধ পেয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মাননীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কামাল হোসেন মহোদয় এর বিশেষ অনুরোধে এবং দলের প্রতি সম্মান রেখেই সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দিচ্ছি। সূত্র জানায়, স্থানীয় নেতাকর্মী ও বিশেষ কিছু ব্যক্তির অনুরোধে ৪নং ওয়ার্ডের অপর প্রার্থী “টিউবওয়েল” প্রতীক এর প্রার্থী আতাউর রহমানকে সমর্থন জানিয়েছেন। সদ্য স্বেচ্ছায় সরে দাঁড়ানো জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা যুবলীগের সদস্য মোহাম্মদ মবশ্বির আহমেদ নির্বাচনে তার প্রস্তাবকারী ও সমর্থনকারীসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী বৃন্দদের উদ্দেশে বলেন, আমি ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে লালন করে জেল-জুলুম- নির্যাতনের শিকার হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে এখন পর্যন্ত যুক্ত রয়েছি। সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দের কাছে আমি ভোট ও দোয়া কামনা করে তা পেয়েছি। কোন ভয় নয়, স্বেচ্ছায়, আমার ব্যক্তিগত কারণে নির্বাচন না করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই আজ থেকে আমি চলমান জেলা পরিষদ নির্বাচন-২০২২ইং থেকে সরে দাঁড়ালাম। অতীতের মতো সবার সহযোগিতা ও ভালবাসা পাবো বলেই আমি আমার ভোটার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই।

[wps_visitor_counter]