কৃষিকে এগিয়ে নিতে কৃষক লীগ নেতাদের আন্তরিকভাবে কাজ করতে হবে

প্রকাশিত : মার্চ ৪, ২০২৩ , ১১:০৬ অপরাহ্ণ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সংগৃহীত চিত্র।

মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমাদের কৃষিকে আরো এগিয়ে নিতে কৃষক লীগ নেতাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। শুক্রবার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে বড় শক্তি এই কৃষি খাত। এই খাতকে আরো এগিয়ে নিতে কৃষক লীগের নেতৃবৃন্দের একযোগে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কৃষিবান্ধব সরকার। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সময়মতো সরকার কৃষক পর্যায়ে সার, তেল ও উন্নত বীজ সরবরাহ করার কারণে এ সেক্টর এগিয়ে গেছে। কৃষি মাঠের রাস্তাগুলোর ব্যাপক উন্নয়ন করা হয়েছে। যে কারণে কৃষকরা মাঠ থেকে তাদের কৃষিপণ্য সহজেই ঘরে আনতে পারছেন, এবং ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন। বাংলাদেশ কৃষক লীগ বুড়িপোতা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম শান্তি।

[wps_visitor_counter]