চাটখিল এবং সোনাইমুড়ির ৩০ হাজার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত : এপ্রিল ১১, ২০২৩ , ১২:২৪ পূর্বাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং সোনাইমুড়ি উপজেলায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রহমত উল্যা-আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ হাজার গরীব, অসহায়, হত-দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। সোমবার দিনব্যাপী দুই উপজেলায় ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, সাবেক প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিমুল হুদা শাকিল, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, সোমপাড়া কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান, চাটখিল পৌরসভা আওয়ামীলীগ সভাপতি শাহজাহান খান বাবুল, সাবেক জেলা আওয়ামী লীগ সদস্য আবু সায়েম, আহসান হাবীব সমির, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সুজন, সদস্য বেল্লাল হোসেন পাটওয়ারী, কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগ নেতা মনির হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম বলেন, গরীব, অসহায় মানুষ নতুন জামা পরে হাসিমুখে ঈদ উদযাপন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছি। বিগত সময়েও আমি মহামারি করোনাসহ বিভিন্ন সময় সুখে-দু:খে আপনাদের পাশে ছিলাম। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি এ এলাকায় উন্নয়ন করেছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান।

[wps_visitor_counter]