দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু বেকার যুবকদের কান্না থামাতে পারছে না

প্রকাশিত : এপ্রিল ১১, ২০২৩ , ১২:২৮ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা বলেছেন, “দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু বেকার যুবকের কান্না থামাতে পারছে না। যে উন্নয়ন তরুণ-যুব সমাজের বুকে আশা জাগাতে পারে না, তা তাদের কাছেও টানে না।” সোমবার বাংলাদেশ যুব মৈত্রীর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীয় ঢাকার তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে কমরেড বাদশা আরো বলেন,“ দেশের কোটি কোটি যুবকের বুকে হাহাকার তুলে, সাধারণ মানুষকে বঞ্চিত করে তথাকথিত উন্নয়নের নামে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে সে উন্নয়ন দিয়ে জনগণের কি হকে? তাই সারাদেশের যুব সমাজের অধিকার আদায়, কর্মসংস্থান ও সাধার মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার দায়িত্ব যুব মৈত্রীকেই নিতে হবে।” তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রামের দায়িত্বও আমাদেরকেই পালন করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনা আজ শাসকগোষ্ঠীর মাথার ভার হয়ে গেছে। আমরা বেইমান, মীরজাফর নয়। আমরা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার সংগ্রাম চালিয়ে যাব।” বাংলাদেশের যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সাদাকাত হোসেন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কিশোর রায়, সাবেক সভাপতি মোস্তফা আলমগীর রতন, বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি অতুলন দাস আলো, যুব মৈত্রীর কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মীর ফিরোজ আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তির।

[wps_visitor_counter]