নোয়াখালীর ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৫ জন

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৩ , ৭:৪০ অপরাহ্ণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে বৃহস্পতিবার নোয়াখালীর ৬টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসারদের কাছে প্রার্থীরা স্ব স্ব মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী)আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন স্বতন্ত্র ও বিভিন্ন দলের মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোরশেদ আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান ভূঁইয়া মানিক, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিন স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন দলের মোট ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার এবিএম জাফর উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ, চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সল, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম স্বতন্ত্র, জাতীয় পাটির ফজলে এলাহি সোহাগ ও জাকের পার্টির মোহাম্মদ বাহার উদ্দিন, সাংস্কৃতিক মুক্তি-জোটের মো: সুমন আল হোসাইন ভূঁইয়াসহ বিভিন্ন দলের মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন স্বতন্ত্র, বিকল্প ধারা বাংলাদেশের আবদুল মন্নানসহ বিভিন্ন দলের মোট ৯ জন মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালী-৫(কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামছুদ্দোহা, জাসদের মকছুদের রহমান, সাংস্কৃতিক মুক্তি-জোটের শাকিল মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালী-৬(হাতিয়া) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোহাম্মদ আলী, সাবেক এমপি আয়েশা ফেরদাউস সহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবুর রহমান জানান, নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে সব প্রার্থীদের প্রতি আহবান জানানো হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার লক্ষেই আমরা কাজ করে যাবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

[wps_visitor_counter]