বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো এর যাত্রা শুরু

প্রকাশিত : মার্চ ১২, ২০২৩ , ১১:৪৪ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: রবিবার বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো বা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ)-এর যাত্রা শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (টিএমইডি), শিক্ষা মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এ উপলক্ষ্যে বিএনকিউএফর ভবিষ্যৎ সম্ভাবনা ও কর্মপরিকল্পনার বিষয়ে একটি আলোচনার আয়োজন করা হয়। শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর ও ডেলিগেশন-প্রধান এই ই চার্লস হুইটলি। বিএনকিউএফ-এর মূল স্টেকহোল্ডারদের অবদানের প্রশংসা করে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘আজকের আয়োজনের মাধ্যমে বিএনকিউএফ এর যাত্রা কেবল শুরু হল। আমি নিশ্চিত করেই বলতে পারি বিএনকিউএফ-এর কার্যক্রম সুষ্ঠভাবে অগ্রসর হবে। বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ খাতে পূর্ণ অভিযোজন নিশ্চিত করতে এবং সময়োপযোগী এবং কার্যকর পদ্ধতিতে এগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য শিক্ষাবিদ, নিয়োগ কর্তা এবং শিক্ষার্থীসহ সকল স্টেকহোল্ডাররা একসাথে কাজ করবেন।’ মন্ত্রী আরো বলেন, ‘বিএনকিউএফ-এর মতো আন্তর্জাতিক ও জাতীয়ভাবে স্বীকৃত যোগ্যতা কাঠামোর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় গুণগতমান-ব্যবস্থা নির্ধারণ, শিক্ষাক্রম পরিমার্জন ও আইনগত স্বীকৃতির মাধ্যমে এটি পর্যায়ক্রমে কার্যকর করার সহায়ক উপকরণগুলোর সংযুক্ত করা হবে ’। উল্লেখ্য, ২০১৬ সালে আইএলও আয়োজিত এক আন্তর্জাতিক দক্ষতা সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম এই জাতীয় পর্যায়ে সমন্বিত দক্ষতা যোগ্যতা কাঠামো প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড
( টিএমইডি), শিক্ষা মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক অনুদানে পরিচালিত আন্তর্জাতিক শ্রম সংস্থার স্কিলস টোয়েন্টি ওয়ান প্রকল্পের কারিগরি সহায়তায় বাংলাদেশ জাতীয় দক্ষতা যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) গড়ে তুলেছে।

[wps_visitor_counter]