অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : মে ২৩, ২০২৪ , ৫:৪৩ অপরাহ্ণ

আশিষ চৌধুরী, বিশেষ প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দ্বাদশ জাতীয় সংসদের “অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি”র তৃতীয় বৈঠক বৃহস্পতিবার (২৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেল ৩টায় কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, এম.এ মান্নান, এ.কে আব্দুল মোমেন, আহমেদ ফিরোজ কবির, মোঃ আবুল কালাম আজাদ ও রুনু রেজা অংশগ্রহণ করেন। বৈঠকে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে অ-আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা যায় কিনা এবং পরিশোধ ও নিস্পত্তি ব্যবস্থা বিল, ২০২৪ এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। প্রবাসীদের জন্য সরকার কর্তৃক প্রদেয় স্বল্পসুদে ঋণ ও অন্যান্য সুবিধাদি যেন তারা সঠিকভাবে পায় এর জন্য প্রচারণা বৃদ্ধি করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে “পরিশোধ ও নিস্পত্তি ব্যবস্থা বিল, ২০২৪” এর উপর বিস্তারিত আলোচনা শেষে পরীক্ষা-নিরীক্ষা পূর্বক সংশোধিত, সংযোজিত ও পরিমার্জিত আকারে রিপোর্ট সংসদে উত্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিবসহ অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[wps_visitor_counter]