চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত : জুলাই ২, ২০২২ , ৫:৫৬ অপরাহ্ণ

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নিরাপদ আম উৎপাদন, সংগ্রহ ও পরিবহন শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার সকালে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বারি চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এই কৃষক প্রশিক্ষণ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোখলেসুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের স্টেশন ইনচার্জ ড. মোঃ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিএসও ড. মোঃ আব্দুল আলিম ও পিএসও ড. মোঃ জমির উদ্দিন, কৃষক ও নিরাপদ কৃষি পণ্য উদ্যোক্তা মুনজের আলমসহ অন্যরা। কৃষক প্রশিক্ষণে জেলা আমচাষী ও আমজাত পণ্য উৎপাদনকারীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিরা। প্রশিক্ষণে জেলার ৪০ জন কৃষক-কৃষাণী ও আমজাত পণ্য উৎপাদনকারী অংশ নেয়।

[wps_visitor_counter]