জেডিএস এলামনাই এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

প্রকাশিত : মার্চ ৯, ২০২৩ , ১১:১৮ অপরাহ্ণ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাপান ডেভেলপমেন্ট স্কলারশিপ (জেডিএস) এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী বুধবার ঢাকার স্হানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অনলাইন ও সরাসরি মিলিয়ে সভায় প্রায় দেড় শতাধিক এলামনাই সদস‍্য যোগদান করেন। জাপানে বিভিন্ন বিষয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্স সম্পন্ন করা এলামনাইগণ স্মার্ট বাংলাদেশ গঠন ও জাপান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে অধিকতর কার্যকর অবদান রাখার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন। এখানে উল্লেখ্য জেডিএস স্কলারশিপ বিসিএস ক‍্যাডার ও বাংলাদেশ ব‍্যাংকের কর্মকর্তাদের জন‍্য জাপান সরকার প্রদত্ত এক বিশেষ বৃত্তি যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে পরবর্তী দুই বছরের জন‍্য দায়িত্বপ্রাপ্ত এলামনাই এসোসিয়েশনর ২১ সদস‍্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে যুগ্ম সচিব মোহাম্মদ হাসান আরিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ ফরহাদকে মনোনীত করা হয়। এছাড়া সফলভাবে কোর্স শেষ করে আসা জেডিএস কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এর আগে সকালে একই ভেন‍্যুতে Japan International Cooperation Agency (জাইকা) ও Japan International Cooperation Center (জাইস) এর উদ‍্যোগে জেডিএস সদস‍্যদের ফলোআপ সেমিনার আয়োজন করা হয়। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা অধ‍্যাপকগণ সেমিনারে বিশ্বায়ন ও ইন্দো-প‍্যাসিফিক; আইনের শাসন নিশ্চিতে আইনি সহযোগিতা; স‍্যাটেলাইটে বিশ্ব পরিবর্তন চিহ্নিতকরণ; স্হানীয় ভারসাম্যহীনতা ও অভিন্নতা পরিমাপ এবং নীতিগত প্রভাব ইত‍্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়া জাপান থেকে শিখে এসে দৈনন্দিন ও জাতীয় জীবনে ‘বেস্ট প্রাক্টিস’ চর্চার জন‍্য পাঁচজন জেডিএস ফেলোকে সম্মানিত করা হয়। এ সময় উপস্হিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদে।

[wps_visitor_counter]